Song Credits:
Song Name : Shudhu Tui
Singer : Raj Barman & Trissha Chatterjee
Lyricist : Prasen
Music Director : Amlaan
Arrangement & Programming – Bob SN
Mix & Master : Rupojjwal Majumdar & Bob SN
Guitar & Mandolin : Raja Choudhury
Music Label : SVF Music
SHUDHU TUI LYRICS IN BANGLA
এতো রোদ্দুর তুই এনে দিলি তাই,
তোর বৃষ্টি আমি একটু পেতে চাই।
তোর বৃষ্টি আমি একটু পেতে চাই।
এতো রোদ্দুর তুই এনে দিলি তাই,
তোর বৃষ্টি আমি একটু পেতে চাই।
মেঘলা হয়ে যাক,
আরও পাঁচটা বারো মাস,
কোনো বিকেলবেলাতে,
তুই আমার হয়ে যাস।
শুধু তুই – শুধু তুই,
আর চাইছি না কিছুই।
শুধু তুই – শুধু তুই,
আর চাইছি না কিছুই। – [ ২ বার ]
মন তোর অলিতে গলিতে ঘোরে,
আর কুড়োয় অভিমান।
এই মন তোর আকাশে বাতাসে খেলে,
দেয় ঘুম পড়ানোর গান। – [ ২ বার ]
মেঘলা হয়ে যাক,
আরও পাঁচটা বারো মাস,
কোনো বিকেলবেলাতে,
তুই আমার হয়ে যাস।
শুধু তুই – শুধু তুই,
আর চাইছি না কিছুই।
শুধু তুই – শুধু তুই,
আর চাইছি না কিছুই। – [ ২ বার ]