Song: Icche Gulo
Singer: Kona and Akassh Sen
Lyric: Sharif Al-Din
Tune: Nazir Mahamud
Music: Musfiq Litu
Album: Icche Gulo
Label: Central Music and Video [CMV]
Release Date: 27-04-2017
Cast: Azhar Saini & Tasnuva Tisha
Dop: Nazmul Hsan Logo
concept & Graphics: Jafreen Sadia
Edit and Color: Ismail Hossain
Director: AK Porag Production: Motion Rock Entertainment Produced and Distributed by Central Music and Video [CMV].
TOMAR ICCHE GULO BY KONA AND AKASSH LYRICS IN BANGLA
তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো । – [ ২ বার ]
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো ।
তোমার আবেগ মাখা খামখেয়ালী
আঁটছে আমার পিছু ,
আমার আসা যাওয়ার পথের বাঁকে
পাইনি অন্য কিছু । – [ ২ বার ]
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো ।
আমার হৃদয় যেন বানভাসি হয়
তোমার স্রোতের টাণে
আমি তোমার কাছে যাবোই যাবো
একলা থাকার দিনে । – [ ২ বার ]
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ,
তুমি হাতটা শুধু ধরো , আমি হবো না আর কারো ।
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড় ।
তোমার ইচ্ছে গুলো , ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো ,
আমার ভালো লাগা , ভালোবাসা ,
তোমায় দেবো আরো ।
Click here for more new vidoes song
new more song
Ghum Jorano,